১০০০ ইট গাথুনিতে কত ব্যাগ সিমেন্ট লাগে - বিস্তারিত জানুন
আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব সিমেন্ট এবং রড বিষয়ের উপরে। যাতে করে আপনারা বাড়ি নির্মাণ করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন থেকে খুব সহজেই বাঁচতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পুরো আর্টিকেলে কি কি রয়েছে। ১০০০ ইট গাথুনিতে কত ব্যাগ সিমেন্ট লাগে, প্রতি স্কয়ার ফিটে কত সিমেন্ট লাগে, ৫" গাথুনিতে সিমেন্ট এর হিসাব,
প্রতি স্কয়ার ফিটে কত রড লাগে, প্রতি স্কয়ার ফিটে কত খরচ, ছাদের রড কত ইঞ্চি পরপর বাধতে হয়, বিম সহ ছাদের রডের হিসাব। তাহলে চলুন এই সকল বিষয়ের উপরে সঠিক ধারনা লাভ করা যাক। এর জন্য পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে হবে তাহলে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন।
সূচীপত্রঃ ১০০০ ইট গাথুনিতে কত ব্যাগ সিমেন্ট লাগে
১০০০ ইট গাথুনিতে কত ব্যাগ সিমেন্ট লাগে
১০০০ ইট গাথুনিতে কত ব্যাগ সিমেন্ট লাগে, ১০০০ ইট গাঁথুনিতে কত ব্যাক সিমেন্ট লাগবে সেটি নির্ভর করছে বিভিন্ন বিষয়ের উপর। যেমন গাঁথুনির ধরন, ইটের আকার, মর্টার মিশ্রণের অনুপাত, কারিগরের দক্ষতা ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর করছে এক হাজার ইট গাঁথুনিতে কত ব্যাক সিমেন্ট লাগবে। তো চলু ন দেখে নেওয়া যাক।
গাঁথুনের ধরনঃ আপনি যদি এক ইঞ্চি গাঁথুনি শুরু করেন তাহলে ১০০০ ইটে ৪ থেকে ৫ ব্যাগ সিমেন্ট লাগবে। আবার যদি তিন ইঞ্চি গাথুনে দিতে চান তাহলে ১০০০ ইটে ৭ থেকে ৮ ব্যাগ সিমেন্ট লাগবে এবং ৫ ইঞ্চি গাঁথুনিতে এক হাজার ইটে ১০ থেকে ১২ ব্যাগ সিমেন্ট লাগতে পারে। এবার আসি ইটের আকার স্ট্যান্ডার্ড ইট (১২x৬x৩ ইঞ্চি) এটি উপরে উল্লেখিত সিমেন্টের পরিমাণ সিমেন্ট লাগবে।
কিন্তু বড় ইট (১২x৬x৩ ইঞ্চি) স্ট্যান্ডার ইটের তুলনায় 20% বেশি সিমেন্ট লাগে। এছাড়াও আপনার কারিগরের দক্ষতা যদি ভালো থাকে তাহলে সিমেন্টের পরিমাণ কম লাগতে পারে। আশা করি বুঝতে পেরেছেন ১০০০ ইট গাঁথুনিতে কত ব্যাগ সিমেন্ট লাগে।
প্রতি স্কয়ার ফিটে কত সিমেন্ট লাগে
প্রতি স্কয়ার ফিটে কত সিমেন্ট লাগে, এটিও নির্ভর করছে বিভিন্ন কাজের ধরনের উপর কারণ 1 ইঞ্চিতে কম সিমেন্ট লাগে এবং ২ ইঞ্চি তিন ইঞ্চিতে বেশি সিমেন্ট লাগে। তো ঘাবড়ানোর দরকার নেই আমি এই বিষয়গুলো সুন্দর করে বুঝানোর চেষ্টা করব যাতে করে আপনারা ক্লিয়ার হতে পারে। ১ ইঞ্চি গাঁথুনিতে প্রতি স্কয়ার ফিটে ০.০৪ ব্যাক সিমেন্ট লাগে
এবং তিন ইঞ্চি গাঁথুনিতে প্রতি স্কয়ার ফিটে ০.০৮ ব্যাগ সিমেন্ট লাগে। আবার ৫ ইঞ্চি গাঁথুনিতে প্রতি স্কয়ার ফিটে ০.১২ সিমেন্ট লাগে এটি হল ইটের গাথুনির হিসাব। এখন আপনাদের জানাবো প্লাস্টারে প্রতি স্কয়ার ফিটে কত সিমেন্ট লাগে। এক সেমি প্লাস্টারে প্রতি স্কয়ার ফিটে .০.০২ ব্যাগ সিমেন্ট লাগে এবং দুই সেমি প্লাস্টারে প্রতি স্কয়ার ফিট।
০.০৪ ব্যাগ সিমেন্ট লাগে। এবার আসি ফ্লোর ডালায় প্রতি স্কয়ার ফিটে কত সিমেন্ট লাগে চার ইঞ্চি স্লাব প্রতি স্কয়ার ফিটে ০.০৮ ব্যাক সিমেন্ট লাগে। এবং ৬ ইঞ্চি স্লাব প্রতি স্কয়ার ফিটে ০.১২ ব্যাগ সিমেন্ট লাগে এছাড়াও কারিগরের দক্ষতা অনুযায়ী সিমেন্ট কম বেশি হতে পারে।
৫" গাথুনিতে সিমেন্ট এর হিসাব
৫" গাথুনিতে সিমেন্ট এর হিসাব, প্রতি স্কয়ার ফিটে ০.১২ ব্যাগ সিমেন্ট লাগে তাহলে ১০০০ স্কয়ার ফিটে ১২ ব্যাগ সিমেন্ট লাগবে সাথে এক হাজার ইট ধরে নেওয়া হল। তাহলে প্রথমে ইটের আয়তন বের করতে হবে যেমন ৯ ইঞ্চি * ৪ ইঞ্চি * ৩ ইঞ্চি = ১০৮ ঘন ইঞ্চি এক গোনো ফুটে ১৭২৮ ঘন ইঞ্চি থাকে তাই এক ইটের আয়তন ১০৮/১৭২৮ ঘনফুট।
এখন এক হাজার ইটের আয়তন বের করে নিতে হবে ১০০০ * (১০৮/১৭২৮) ঘনফুট = ৬২.৫ ঘনফুট 5 ইঞ্চি গাঁথুনিতে এক ঘনফুট ইটের গাঁথুনিতে 8. 5 ব্যাক সিমেন্ট লাগে। তাই ১০০০ ইটের জন্য ৮.৫ * ৬২.৫ = ৫৩১.২৫ ব্যাগ সিমেন্ট লাগবে। মনে রাখবেন কারিগরের দক্ষতা ইটের আকার বিভিন্ন বিষয়ের উপরে সিমেন্ট কম বেশি হতে পারে।
তাই ১০০% সঠিক তথ্য পাওয়ার জন্য একজন অভিজ্ঞ রাজমিস্ত্রি কিংবা ঠিকাদারের সাথে পরামর্শ করতে পারেন এতে ১০০% ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন।
প্রতি স্কয়ার ফিটে কত রড লাগে
প্রতি স্কয়ার ফিটে কত রড লাগে, এটি সম্পূর্ণ নির্ভর করতে কলাম বিম স্লাব এগুলোর উপর তাহলে চলুন জেনে নেওয়া যাক কোথায় কি রকম রড লাগবে। ছোট কলাম (১২"x12"): ৮-১২ টি 16mm রড, বড় কলাম (18"x18"): 12-16 টি 16mm রড লাগবে এবং বিমের ক্ষেত্রে ছোট বিম (12"x9"): 4-6 টি 16mm রড, বড় বিম (18"x12"): 6-8 টি 16mm রড।
এখন আসি স্লাবের বিষয়ে 4" স্লাব: 8mm রডের 10"x10" গ্রিড ও 6" স্লাব: 10mm রডের 12"x12" গ্রিড। চলুন এখন দেখে নেওয়া যাক কত এম এম রড কত কেজি লাগবে প্রতি স্কয়ার ফিটে 8mm রড: 0.50 kg/m, 10mm রড: 0.78 kg/m, 12mm রড: 1.27 kg/m, 16mm রড: 2.04 kg/m আশা করি আপনারা ধারণা পেয়েছেন যে প্রতি স্কয়ার ফিটে কত রড লাগে।
প্রতি স্কয়ার ফিটে কত খরচ
প্রতি স্কয়ার ফিটে কত খরচ, এটা ১০০% সঠিক তথ্য দেওয়া সম্ভব নয় কারণ আপনার কাজের ধরন নির্মাণের ধরন নির্মাণের আকার নির্মাণ সামগ্রীর দাম শ্রমিক মজুরি। এই সকল বিষয়গুলো বিবেচনা করে তারপরেই বলা যেতে পারে প্রতি স্কয়ার ফিটে কত টাকা খরচ হবে। কারণ একাক স্থানে একাক রকম শ্রমিকের মজুরি এবং সব জিনিসপত্রের দাম নিয়ে থাকে।
এর পরেও আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা উপকৃত হবেন। যেমন RCC কাঠামো প্রতি স্কয়ার ফিটে 1500 টাকা থেকে 3000 টাকা লাগতে পারে এবং অন্যান্য কাঠামো প্রতি স্কয়ার ফিটে 1000 টাকা থেকে 2000 টাকা লাগতে পারে এটি শুধুমাত্র আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য।
আপনি যদি এই বিষয়ে ১০০% সঠিক তথ্য জানতে চান তাহলে রাজমিস্ত্রি কিংবা ঠিকাদারের সাথে পরামর্শ করে নিতে পারেন এতে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন প্রতি স্কয়ার ফেটে কত খরচ হয়।
ছাদের রড কত ইঞ্চি পরপর বাধতে হয়
ছাদের রড কত ইঞ্চি পরপর বাধতে হয়, এটি নির্ভর করছে রডের ব্যাস এবং স্লাবের পুরুত্বের উপর তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন রোডে কত ইঞ্চি পর পর ভাবতে হয়। 4" স্লাব 6" থেকে 8" পরপর ও 6" স্লাব 8" থেকে 12" পরপর বাধতে হয়।
এখন বলি কোন রডের ক্ষেত্রে ছাদের রড কত ইঞ্চি পরপর বাধতে হয় যেমন 8mm রড 6" থেকে 8" পরপর বাধতে হয় এবং 10mm রড 8" থেকে 12" পরপর বাধতে হয় আবার 12mm রড 12" থেকে 16" পরপর বাধতে হয়।
বিম সহ ছাদের রডের হিসাব
বিম সহ ছাদের রডের হিসাব, যদি না জেনে থাকেন তাহলে মনোযোগ দিয়ে পড়া শুরু করুন। স্লাবের রড হবে 8mm রড 6" থেকে 8" পরপর এবং 10mm রড 8" থেকে 12" পরপর আবার 12mm রড 12" থেকে 16" পরপর। এখন আসি বিমের রডের হিসাবে মনে মনে কল্পনা করুন 12"x9" বিম এর জন্য হিসাবটা হবে।
বিমের উপরের অংশে 4 টি 16mm রড দিতে হবে এবং নিচের অংশে 4 টি 16mm রড দিতে হবে আবার stirrups 8mm রড, 6" থেকে 8" পরপর দিতে হবে। আপনাদের মাঝে একটি উদাহরণ তুলে ধরা যাক তাহলে আরো ভালো বুঝতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক।
4" স্লাবে 8mm রড 100 বর্গফুট স্লাবে 8mm রডের পরিমাণ = 100 * (1/6) * 0.008 * 1.2 = 0.16 টন
12"x9" বিমে 16mm রড 10 ফুট লম্বা বিমে 16mm রডের পরিমাণ = 10 * 4 * 0.016 * 1.2 = 0.768 টন
১০০০ ইট গাথুনিতে কত ব্যাগ সিমেন্ট লাগে শেষ কথা
আপনি যদি আমাদের এই পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে ১০০০ ইট গাথুনিতে কত ব্যাগ সিমেন্ট লাগে এই বিয়ষটি যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব।
আমাদের পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও এই বিষয়ের উপর জ্ঞান লাভ করতে পারে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। ধন্যবাদ
FAQ: ইট ও সিমেন্ট নিয়ে সাধারণ প্রশ্নোত্তর
১. ইট কী দিয়ে তৈরি হয়?
👉 সাধারণত কাদামাটি দিয়ে তৈরি ইট গরম চুল্লিতে পুড়িয়ে শক্ত করা হয়।
২. ইটের দাম কত?
👉 বাংলাদেশে গড়ে ১,২০০–১,৫০০ টাকা প্রতি হাজার পোড়া ইটের দাম হয়ে থাকে (মান, এলাকা ও মৌসুমভেদে ভিন্ন হয়)।
৩. ইট ব্যবহারে পরিবেশদূষণ হয় কি?
👉 হ্যাঁ, চুল্লিতে পোড়ানোর সময় কার্বন ও ধোঁয়া নির্গত হয়। এ কারণে এখন পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহার উৎসাহিত হচ্ছে।
৪. সিমেন্ট কী?
👉 সিমেন্ট হলো একটি বাইন্ডিং মেটেরিয়াল, যা পানি ও অন্যান্য উপকরণের সাথে মিশে শক্ত ও দৃঢ় হয়।
৫. সিমেন্টের দাম কত?
👉 সাধারণত প্রতি ব্যাগ (৫০ কেজি) সিমেন্টের দাম হয় ৪৫০–৫৫০ টাকা (ব্র্যান্ড ও অঞ্চলভেদে ভিন্ন হতে পারে)।
৬. সিমেন্টের মেয়াদ কতদিন?
👉 সাধারণত ৩–৬ মাস পর্যন্ত কার্যকর থাকে, তবে শুকনো ও ঠাণ্ডা স্থানে সঠিকভাবে সংরক্ষণ করলে বেশি দিন স্থায়ী হয়।
মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url